1) প্রথমে যে কুইজটি দিবেন, সেই কুইজটির পাশে/নিচে Play বাটনে ক্লিক করুন।
2) তারপর ক্রোম বা যেকোনো ব্রাউজার সিলেক্ট করে ওপেন করুন।
3) কিছুক্ষণ অপেক্ষা করুন। পেইজটি ওপেন হলে নিচে Enter Neckname দেখবেন, ওখানে ক্লিক করুন।
4) আপনার নামটি লিখে Ok Goতে ক্লিক করে একটু ওয়েট করলে কুইজটি শুরু হয়ে যাবে।
5) এবার প্রশ্নটি পড়ে অপশনে ক্লিক করবেন। প্রত্যেক প্রশ্নের জন্য ৩০ সেকেন্ড দেওয়া থাকবে।
6) এখানে একটা পয়েন্ট হচ্ছে যত তাড়াতাড়ি অপশন দাগাবেন তত প্লাস পয়েন্ট।
7) একটা পেইজে একটা প্রশ্ন থাকবে, পরবর্তী প্রশ্নের জন্য নিচে Next ক্লিক করুন।
8) এভাবে ২০ টা প্রশ্ন শেষ হওয়ার পর আপনি কত পাইছেন তা দেখতে পারবেন।
9) বিঃদ্রঃ প্রত্যেক প্রশ্নের জন্য ১০০০ পয়েন্ট নির্ধারিত রয়েছে, যত তাড়াতাড়ি অপশন দাগাবেন, উত্তর সঠিক হলে তত বেশি পয়েন্ট পাবে ( নির্ধারিত ১০০০ পয়েন্ট প্রতিটির জন্য।) ২০ টি প্রশ্নের জন্য মোট পয়েন্ট ২০,০০০।
10)অথবা কুইজটি শেষ হওয়ার পর আবারো আমাদের সাইটে ঢুকে Event + Quiz + যে বিষয়ে দিয়েছেন ওখানে ক্লিক করে এর Result এ ক্লিক করে,See leaderboardক্লিক করলে দেখতে পাবেন।